Pages

Thursday, July 21, 2022

পরিবেশের অবক্ষয় ও দূষণ... / Environmental Degradation and Pollution...


পরিবেশের অবক্ষয় ও দূষণ... /Environmental Degradation and Pollution...


1. স্টোন ক্যানসার কাকে বলে? 
= অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যানসার বলে।

2. ব্ল্যাকফুট রোগ কেন হয়?
 = আর্সেনিক দূষণের জন্য।

3. ডেসিবেল বলতে কি বোঝায়? 
= শব্দের তীব্রতা মাপার একককে ডেসিবেল বলে।

4. PCB-এর পুরো কথাটি কী? 
= পলিক্লোরিনেটেড বাইফিনাইল। এটি একটি বিষাক্ত যৌগ।

5. ক্যালডো কনভার্টার কী? 
= ভাঙা লোহা, স্টিল, তামা ও ধাতব বর্জ্যের পুনর্নবীকরণের জন্য বিশেষ চুল্লি।

6. দুটি গ্রিন হাউস গ্যাসের নাম কী?
= কার্বন ডাইঅক্সাইড, মিথেন।

7. তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি কী কী ? 
= জলদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বনহনন ইত্যাদি।

8. ওজোন স্তরে ক্ষয়ের জন্য বা গহ্বর সৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? 
= CFC বা ক্লোরোফ্লুরোকার্বন।

9. ডিটারজেন্ট কোন্ ধরনের দূষণের জন্য বিশেষভাবে দায়ী? 
= জলদূষণ।

10. সাধারণ মানুষের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ সংস্পর্শের নিরাপদ মাত্রা কত?
= প্রতি বছরে 300 মিলিরেম বা তার কম।

11. কোন্ প্রাকৃতিক পরিবেশে ইউট্রোফিকেশন ঘটে? 
= জলাভূমি, জলাশয়।

12. ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস কী? 
= আর্সেনিক।

13. মাছ ও মানুষের শরীরে বিষক্রিয়ার জন্য দায়ী অন্যতম ধাতুটির নাম কী? 
= সিসা।

14. পারদ দূষণের ফলে একটি বিপর্যয়ের নাম কী? 
= মিনামাটা বিপর্যয়।

15. কত র‍্যাড (rad) মাত্রার তেজস্ক্রিয় বিকিরণে মানুষের মৃত্যু হতে পারে? 
= 24 ঘণ্টার কম সময়ে দেহে 100 থেকে 200 rad তেজস্ক্রিয় বিকিরণের ফলে মানুষের মৃত্যু হয়।

16. বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার একই সঙ্গে অপকারী এবং কেন?
= ওজোন গ্যাস –ভূপৃষ্ঠের কাছাকাছি ওজোনের উপস্থিতি জীবের পক্ষে অপকারী বা ক্ষতিকারক। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন গ্যাস জীবের পক্ষে মঙ্গলদায়ক।

17. বাতাসে কার্বন মনোঅক্সাইডের অন্যতম উৎস কী? 
= কয়লা, পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন।

18. প্রধান বায়ুদূষকগুলি কী কী? 
= সালফারের অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন]

19. দূষক কাকে বলে? 
= প্রকৃতি বা মানুষের তৈরি কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরে মন্দ প্রভাব ফেলে।

20. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কী কী প্রধান দূষক তৈরি হয়?
= কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।

21. দাবানলের ফলে কী কী প্রধান দূষক তৈরি হয়? 
= কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।

22. কৃষিকার্যের ফলে কী কী প্রধান দূষক তৈরি হয়? 
= সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, অ্যারোসল।

23. PAN-এর পুরো কথাটি কী?
 = পারঅক্সিঅ্যাসিটিল নাইট্রেট।

24. রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD কাকে বলে? 
= জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায়, তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD (Chemical Oxygen Demand) বলে।

25. ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO পানীয় জলে আর্সেনিকের কতটা উর্ধ্বসীমা ধার্য করেছে? 
= প্রতিলিটার জলে 0.01 মিলিগ্রাম।

26. বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলে? 
= কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে পারিপার্শ্বিক বায়ুতে যে পরিমাণ দূষিত পদার্থ বা দূষক থাকলেও মানুষের শরীর ও বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না, তাকে বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে।

27. পাইরলিসিস কী?
= অক্সিজেনের অনুপস্থিতিতে অতি উচ্চ তাপমাত্রায় (300° সে.-এর বেশি) জৈব বর্জ্যপদার্থের বিয়োজন ও অপসারণ।

28. বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি অ্যাসিডবৃষ্টির প্রধান কারণ? 
= সালফার ডাইঅক্সাইড (SO2)।

29. কোন্ দূষণের ফলে হাতে ও পায়ের নখে মিজ রেখা বা ছোপ ছোপ দাগ দেখা যায়? 
= আর্সেনিক।

30. উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ-এর প্রধান উৎস কী? 
= তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহন।

31. নন-পয়েন্ট পলিউসন বা অ-বিন্দু দূষণ কী? 
= নন-পয়েন্ট পলিউসন (Non-point Pollution) বলতে দূষণের অনির্দিষ্ট উৎসকে বোঝায়। অর্থাৎ যখন দূষণ হচ্ছে বোঝা যায় কিন্তু কোথা থেকে দূষণ হচ্ছে, তেমন কোনো নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করা যায় না। যেমন কৃষিজমিতে কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষণ, গৃহস্থালির আবর্জনা থেকে কঠিন বর্জ্যদূষণ ইত্যাদি।

32. পয়েন্ট পলিউসন বা বিন্দু দূষণ কী?
= পয়েন্ট পলিউসন (Point Pollution) বলতে দূষণের কোনো নির্দিষ্ট উৎসকে বোঝায় যেখানে দূষণের অবস্থা চোখে দেখা যায় ও দূষণের পরিমাপ করা যায়। যেমন বায়ুদূষণ বা জলদূষণকারী কোনো নির্দিষ্ট কারখানার অবস্থান।

33. ভূগর্ভস্থ জলের অত্যধিক উত্তোলনের ফলে কী ধরনের জলদূষণ হতে পারে? 
= জলে আর্সেনিক দূষণ হতে পারে।

34. ইটাই-ইটাই বা আউচ-আউচ রোগের কারণ কী? 
= ক্যাডমিয়াম দূষণ। 

35. ধোঁয়াশা কোন্ গ্যাস থেকে উৎপন্ন হয়? 
= সালফার ডাইঅক্সাইড।




Tuesday, July 19, 2022

পরিবেশ সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন.../ Some brief questions about the environment...


পরিবেশ সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন.../ Some brief questions about the environment...



1. ধস নামার দুটি কারণ দাও। 
= প্রচুর বৃষ্টিপাত, পাহাড়ি ঢালে অবাধে গাছ কেটে ফেলা।

2. পশ্চিমবঙ্গের কোথায় ধস নামার ঘটনা বেশি ঘটে? 
= দার্জিলিং।

3. পি-তরঙ্গের (P Wave) গড় গতিবেগ কত? 
= প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার।

4. এস-তরঙ্গের (S Wave) গড় গতিবেগ কত? 
= প্রতি সেকেন্ডে 3.5 কিলোমিটার।

5. মার্কালি স্কেল ও রিখটার স্কেল কোন্ কাজে লাগে? 
= ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য।

6. লাভ তরঙ্গ কী?
= লাভ তরঙ্গ হল ভূপৃষ্ঠে প্রবাহিত পাশাপাশিভাবে ঢেউ খেলানো এক ধরনের ভূকম্পীয় তরঙ্গ।

7. পৃথিবীর কতগুলি দেশে বর্তমানে মরুভূমির এলাকা বেড়ে চলেছে? 
= 100 টি দেশ।

8. প্রতি বছর কতটা জমি মরুভূমির সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে? 
= গড়ে 2 লক্ষ বর্গ কিলোমিটার।

9. ড্রেজিং কথাটির অর্থ কী? 
= নদীর গভীরতা রক্ষা করার জন্য নদীর তলা থেকে যন্ত্রের সাহায্যে পলি কাটার পদ্ধতিকে ড্রেজিং বলে।

10. সোয়াশ কাকে বলে? 
= উপকূলের ওপরে ঢেউ আছড়ে পড়ার পরে উপকূলের দিকে অগ্রসর হওয়া সম্মুখবর্তী স্রোতকে সোয়াশ বলে।

11. পশ্চিমবঙ্গের কোথায় উপকূলের ভাঙন বেশি হয়? 
= দিঘার উপকূল, হুগলি নদীর মোহনা, গঙ্গা-ব্রহ্মপুত্রের ব-দ্বীপ।

12. সাম্প্রতিককালে গুজরাটে ভূমিকম্প কবে হয়েছে? 
= 26 জানুয়ারি 2001।

13. খরা ও অনাবৃষ্টির মধ্যে তফাত কী? 
= বার্ষিক গড় বৃষ্টিপাতের 75% কম বৃষ্টিপাত হলে খরা হয়। অন্যদিকে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাব হল অনাবৃষ্টি।

14. মৃত্তিকাক্ষয় বা ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি কী কী? 
= অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা, বায়ুপ্রবাহজনিত ক্ষয়, ধস ইত্যাদি।

15. ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চিনের একটি করে বন্যাপ্রবণ নদীর উদাহরণ দাও।
= (A) ভারত —গঙ্গা-ব্রহ্মপুত্র; (B) বাংলাদেশ—পদ্মা; (C) পাকিস্তান—সিন্ধু; (D) চিন – হোয়াং হো।

16. ওড়িশায় সুপার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় কবে হয়েছিল? 
= 1999 সালে।

17. বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে PMR কী? 
= P হল Preparation অর্থাৎ প্রস্তুতিকরণ, M হল Mitigation বা প্রশাসন এবং R হল Recovery বা পুনরুদ্ধার।

18. বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে CBM এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী?
= Community Based Mitigation.

19. ভূমিকম্পের দুটি কারণ কি?
= চলমান পাতের জন্য, অগ্ন্যুৎপাতের জন্য।

20. ভূমিকম্পের কোন্ তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী? 
= পি-তরঙ্গ (P Wave)।

21. ভূমিকম্পের কোন্ তরঙ্গটি সবচেয়ে দুর্বল? 
= এস-তরঙ্গ (S Wave)।

22. ভূমিকম্প মাপার জন্য কোন্ যন্ত্র ব্যবহার করা হয়? 
= সিসমোগ্রাফ। 

23. মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল কোন্ কাজে লাগে? 
= ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য।

24. ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ কি?
= খুব খাড়াই ঢাল, বনভূমির বিলোপ।

25. আঁধি কী? 
= উত্তর-পশ্চিম ভারতের ধূলিঝড়।





26. টর্নেডো কী? 
= মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়।

27. এল নিনো কী? 
= দুই থেকে সাত বছর অন্তর ডিসেম্বর মাস নাগাদ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরুর উপকূলে সৃষ্ট উষ্ণ সমুদ্রস্রোত।

28. সাদার্ন অসিলেশন বা দক্ষিণ দোলন কী? 
= দক্ষিণ গোলার্ধে এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে তাপ ও চাপের অস্বাভাবিক পরিবর্তন।

29. GPS এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী? 
= Global Positioning System.

30. CAZRI এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী? 
= Central Arid Zone Research Institute.  এটি অবস্থিত রাজস্থানের যোধপুরে।

31. GIS এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী? 
= Geographical Information System.

32. কৃত্রিম উপগ্রহ মারফত পর্যবেক্ষণের ক্ষেত্রে RS-এর অর্থ কী? 
= Remote Sensing.

33. পশ্চিমবঙ্গের চারটি আবহাওয়াগত দুর্যোগ কী? 
= বন্যা, খরা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি।

34. ভারতের কোন্ অঞ্চলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি? 
= ভারতের পূর্ব উপকূল।

35. হিমালয় অঞ্চল কোন্ কোন্ দুর্যোগের জন্য পরিচিত?
= ধস, বন্যা, হড়পা বান, ভূমিকম্প।

36. ভারতে সাম্প্রতিক অতীতে কোন্ সালে সুনামির বিপর্যয় ঘটেছিল?
= 2004 সালে (26 ডিসেম্বর)।

37. আয়লা, ফাইলিন, হুদহুদ কী জন্য পরিচিত?
=এরা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়।

38. সিয়াচেন অঞ্চলে কোন্ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বেশি? 
= হিমানী সম্প্রপাত।

39. বিপর্যয় মোকাবিলার জন্য মানুষের প্রতিরোধ ক্ষমতাকে ইংরেজি কোন্ শব্দে প্রকাশ করা হয়? 
= রেজিলিয়েন্স (Resilience).

40. ভারতে জাতীয় স্তরে বিপর্যয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নাম কী? 
= National Disaster Management Authority.

41. ভারতে জাতীয় স্তরে বিপর্যয় মোকাবিলার জন্য ত্রাণ ও উদ্ধারে অংশ নেওয়ার উদ্দেশ্যে কোন্ সংগঠন গড়ে তোলা হয়েছে? 
= National Disaster Response Force.

42. Asian Disaster Preparedness Centre কবে ও কোথায় গড়ে তোলা হয়? 
= 1986 সালে ব্যাংকক, থাইল্যান্ড।

43. ভারতে কোন্ সংস্থা ভূমিকম্পের ব্যাপারে নজর রাখে?
= India Meterological Department.

44. বিপর্যয় মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠানটির নাম কী?
= United Nations Disaster Relief Organization.

45. UNDRO-এর পুরোনাম কী? 
= United Nations Disaster Rehabilitation Organization.

46. সারা পৃথিবীতে প্রতি বছর ভূমিক্ষয়ের জন্য গড়ে কত মাটি নষ্ট হয় ? 
= প্রায় 7700 কোটি টন।

47. চিপকো আন্দোলন কোন্ সালে ভারতের কোন্ রাজ্যে ঘটেছে?
= প্রধানত 1973 সালে উত্তরাখণ্ড রাজ্যে নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন হয়েছে।

48. আপ্পিকো আন্দোলন ভারতের কোন্ অংশে ও কোন্ রাজ্যে ঘটেছে? 
= দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে। 

49. সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন ঘটেছে?
= কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাইলেন্ট ভ্যালি নামক উপত্যকায় স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংস করে ও মানুষকে বাস্তুচ্যুত করে জলবিদ্যুৎ কেন্দ্ৰ স্থাপনের বিরুদ্ধে আন্দোলন ঘটেছিল।

50. নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কী?
= নর্মদা নদীতে দুটি বড়ো বাঁধ এবং অনেকগুলি জলাধার নির্মাণের পরিবেশগত ক্ষতি, আদিবাসী মানুষের জীবিকা ও সম্পত্তির হানি, জীববৈচিত্র্য ও অরণ্যের বিনাশ ও মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার অভাবের বিরুদ্ধে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে উঠেছিল।




Sunday, July 17, 2022

Agriculture in India / ভারতের কৃষি- // 'Thirsty Crop', 'Plantation Agriculture', 'Shifting Cultivation'

Agriculture in India/ ভারতের কৃষি - // 'Thirsty Crop', 'Plantation Agriculture, 'Shifting Cultivation'


1. What are Kharif crops?
= The crops which are associated with the South-West Monsoon and are sown in the months of June and July and harvested in autumn months, i.e., in September and October.
Important Kharif crops are rice, jowar, bajra, ragi, maize, sugarcane, cotton, jute, etc.
2. What do you know about Rabi crops?
= The Rabi season begins with the onset of winter in October-November and ends in March-April. The low-temperature conditions during this season help cultivate temperate and subtropical crops like wheat, barley, peas, linseed, rapeseed, gram, and mustard.
3. Which crop is known as 'Thirsty Crop'?
= Rice is a Kharif crop in north India. It can be grown throughout the year if irrigation is available in the south.
                As water is mainly needed to grow this crop, it is known as 'Thirsty Crop'.
4. What do you mean by 'millets'?
= The term 'millets' refers to a number of inferior grains like jowar (or cholam), bajra (or cumbu), and ragi, which serve as foodgrains for the poorer sections of society. 
5. What do you mean by 'Cash Crops'?
= Cash crops are those that are primarily grown for sale and not only for use by the grower and his family, for example, sugarcane. The cash crops also provide raw materials to agro-based industries. 
6. What is Ginning?
= Ginning is the process used to separate the fibers or lint from the cotton seeds and the short fibers or linters which adhere to them. 
7. What is agriculture?
= The practice of growing crops is called agriculture. Agriculture jas played a key role in the development of human civilisation. 
8. What is plantation agriculture?
= It is a type of agriculture in which crops are grown on a large-scale basis for commercial purposes. Tea, coffee, and rubber are the main plantation crops in India.
9. What do you mean by shifting cultivation?
= It is a type of cultivation in which a piece of forest land is cleared by burning the forest wood and then cultivated for a few years till it loses its fertility. It is then left fallow for some time in order to let the soil regain its fertility.
10. What do you mean by 'Food Crops'?
= Food crops are grown to feed people in the country. They form the staple diet of the people. Rice, wheat, pulses, millets, and maize are the main food crops of India.

মাধ্যমিক ভূগোলের 'ভারতের শিল্প' (Indian Industry) অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪০ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর... Part- 2

'ভারতের শিল্প' (Indian Industry) 


কোন বৃহৎ শিল্পের চারপাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে কি বলে?

অনুসারী শিল্প।

২) প্রধানত কোন কোন শিল্পের চারপাশে অনুসারী শিল্প গড়ে উঠতে দেখা যায়?

পেট্রো রাসায়নিক শিল্প ও মোটর গাড়ি নির্মাণ শিল্প

৩) ভারতের কোথায় প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছিল?

= মহারাষ্ট্রের ট্রম্বেতে (1966 খ্রিস্টাব্দে)

৪) ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

= গুজরাটের জামনগর

৫) পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে?

= পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়

৬) কোন সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে?

= হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড

৭) "বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যাল" কোথায় অবস্থিত?

উঃ অসমে

৮) বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংযোজনের মাধ্যমে যানবাহন নির্মাণ করাকে কী বলে?

= অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প

৯) কোন শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয়?

= অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প

০) মোটর গাড়ি নির্মাণ শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয় কেন?

= বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংযোজনের মাধ্যমে গড়ে ওঠে বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয়

১) কোন শিল্পকে 'শিল্পের শিল্প' বলা হয়?

= মোটর গাড়ি নির্মাণ শিল্প

২) ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

= হরিয়ানার গুরগাঁও

১৩) মারুতি উদ্যোগ লিমিটেড কোথায় অবস্থিত?

= হরিয়ানার গুরগাঁও

৪) 'ভারতের ডেট্রয়েট' কাকে বলা হয়?

= চেন্নাই

৫) ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থাটির নাম কি?

= টাটা মোটরস লিমিটেড

৬) টাটা মোটরস লিমিটেড কোথায় অবস্থিত?

= জামশেদপুর

১৭) ভিলাই স্টিল প্লান্ট কোন নদীর জল ব্যবহার করে?

= মহানদী

১৮) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন রাজ্যে অবস্থিত?

= উড়িষ্যা

১৯) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে?

= জার্মানি।

২০) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে?

= ঝরিয়া ও গিরিডি

২১) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি বহির্বাণিজ্যের জন্য কোন কোন বন্দর ব্যবহার করে?

= পারাদ্বীপ ও বিশাখাপত্তনম।

২২) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?

= অন্ধ্রপ্রদেশের বালাচেরেভুতে

২৩) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট বহিঃবাণিজ্যের জন্য কোন বন্দর ব্যবহার করে?

= বিশাখাপত্তনম বন্দর

২৪) ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন অঞ্চলে অবস্থিত?

= পূর্ব-মধ্য ভারতে

২৫) লৌহ ইস্পাত উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?

= দ্বিতীয় স্থান (চীনের পর)

২৬) ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি?

= SAIL (Steel Authority of India Limited).

২৭) SAIL কবে স্থাপিত হয়?

= 1954 খ্রিস্টাব্দে

২৮) SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

= নিউ দিল্লি

২৯) ভারতের কয়েকটি সংকর ইস্পাত কেন্দ্রের নাম লেখ

= দুর্গাপুর, সালেম ও ভদ্রাবতী

৩০) বোকারো স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?

= ঝাড়খণ্ডের বোকারো তে

৩১) ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?

= কার্পাস বয়ন শিল্প

৩২) ভারতের প্রথম কাপড় কল কোথায় এবং কবে স্থাপিত হয়?

= হাওড়া জেলার ঘুষুড়িতে, 1818 খ্রিঃ

৩৩) ভারতের একটি শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্পের নাম লেখ

= কার্পাস বয়ন শিল্প

৩৪) ভারতের কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন ঘটেছে?

= পশ্চিমাঞ্চলে

৩৫) ‘ভারতের ম্যানচেস্টারকাকে বলা হয়?

= আমেদাবাদ

৩৬) ‘উত্তর ভারতের ম্যানচেস্টারকাকে বলা হয়?

= কানপুর

৩৭) ‘দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকাকে বলা হয়?

= কোয়েম্বাটুর

৩৮) ‘ভারতের ল্যাঙ্কাশয়ারকাকে বলা হয়?

= মুম্বাই

৩৯) ‘Cotton Polis of India’ কাকে বলা হয়?

= মুম্বাই

৪০) জেসপ অ্যান্ড কোম্পানি কোথায় অবস্থিত?

= পশ্চিমবঙ্গের দমদম
 

Friday, July 15, 2022

মাধ্যমিক ভূগোলের 'ভারতের শিল্প' (Indian Industry) অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর... Part- 1

'ভারতের শিল্প' (Indian Industry)


১) স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কবে গৃহীত হয়?
= 1948 খ্রীঃ
২) ভারতের কয়েকটি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর শিল্পের নাম লেখ
= লৌহ ও ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, চিনি শিল্প
) ভারতের কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ
= কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প
) কয়েকটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নাম লেখ।
= কার্পাস, পাট, পশম ইত্যাদি।
) বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্য সূচক কত?
= 1
৬) ভারতের কয়েকটি প্রাণিজ ভিত্তিক শিল্পের নাম লেখ
= পশম বয়ন শিল্প, ডেয়ারি শিল্প, মাংস প্রক্রিয়াকরণ শিল্প
৭) ভারতের কয়েকটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখ?
= কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প, কুটির শিল্প
৮) কোন শিল্পকে সকল শিল্পের স্তম্ভ বা মূল’ (Backbone of industry) বলা হয়?
= লৌহ ইস্পাত শিল্পকে
) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়?
= বর্ধমানের কুলটিতে, 1874 সালে
০) লৌহ ও ইস্পাত শিল্প খনিজ দ্রব্য উৎপাদক অঞ্চলে গড়ে ওঠে কেন?
= লৌহ ও ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামাল তথা খনিজ পদার্থগুলি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হওয়ায় লৌহ ইস্পাত শিল্প খনিজ দ্রব্য উৎপাদক অঞ্চল গড়ে ওঠে
১) শিল্প কাকে বলে?
= প্রকৃতিতে প্রাপ্ত বস্তুসমূহকে যখন যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করা হয়, তখন তাকে শিল্প বলে
) বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলতে কী বোঝো?
= যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হবার পর শিল্পজাত দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের থেকে শিল্পজাত দ্রব্যের ওজন  বিশেষ কমে যায় না, তাদের বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলে
১৩) অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্য সূচক কত?
= 1 এর বেশী
১৪) বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর শিল্পগুলিকে কি বলা হয়?
= শেকড় আলগা শিল্প
১৫) জামশেদপুরে কবে এবং কার উদ্যোগে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়?
= জামসেদজী টাটার উদ্যোগে, 1907 খ্রিস্টাব্দে
১৬) ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত কারখানাটির নাম কি?
=  Tata Iron and Steel Company (TISCO).
১৭) ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন নদীর সংযোগস্থলে অবস্থিত?
উঃ সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থল
১৮) ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি?
= ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত টাটা স্টিল লিমিটেড
) জামশেদপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে
= রানীগঞ্জ ও ঝড়িয়া খনি থেকে
২০) জামশেদপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি বহির্বাণিজ্যের জন্য কোন কোন বন্দর ব্যবহার করে?
= পারাদ্বীপ বন্দর, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর
২১) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) কোথায় অবস্থিত?
= পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর
২২) পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত?
= দামোদর নদ
২৩) কোন দেশের সহায়তায় দূর্গাপুর স্টিল প্লান্ট গড়ে উঠেছে?
= ব্রিটিশ যুক্তরাজ্য(ইস্কন কোম্পানী)
২৪) ‘ভারতের রূঢ়কাকে বলা হয়?
= দুর্গাপুর কে
২৫) ভারতের কোথায় ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণের কারখানা আছে?
= উত্তরপ্রদেশের বারানসি
২৬) জেসপ অ্যান্ড কোম্পানি কোথায় অবস্থিত?
= পশ্চিমবঙ্গের দমদম
২৭) ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (BHEL) কোথায় অবস্থিত?
= মধ্যপ্রদেশের ভোপাল
২৮) দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে?
= রানীগঞ্জ ও ঝড়িয়া কয়লা খনি থেকে
২৯) দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন স্থান থেকে ডলোমাইট পেয়ে থাকে?
= উড়িষ্যার সুন্দরগড়
০) কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর ব্যারেজের জল ব্যবহার করে?
= পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
৩১) ট্রাক্টর উৎপাদনে বর্তমানে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
= ভারত
) এশিয়ার চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার কোন দেশে অবস্থিত?
= ভারতে
৩৩) ভারতের কোথায় রয়্যাল এনফিল্ড গাড়ি নির্মাণের কারখানা আছে?
= চেন্নাই
৩৪) ভারতের কোথায় প্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র স্থাপিত হয়?
= পশ্চিমবঙ্গের হুগলি জেলার হিন্দমোটরে (হিন্দুস্থান মোটরস লিমিটেড)
) ভারতের কোথায় BMW মোটর গাড়ি নির্মাণের কারখানা আছে?
= চেন্নাই
) তথ্যপ্রযুক্তি শিল্পের মূল উপকরণ কি?
= মানুষের মেধা
) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম কি?
= কর্নাটকের বেঙ্গালুরু
) ‘ভারতের সিলিকন ভ্যালি’ (Silicon Valley of India) কাকে বলা হয়?
= কর্ণাটকের বেঙ্গালুরু
৩৯) ভারতের একটি হাইটেক সিটির নাম লেখ?
= হায়দ্রাবাদ
৪০) তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কী বোঝো?
= কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা, জলবায়ু বিশ্লেষণ ও ব্যবসায়িক প্রয়োজনে করা হয়, তখন তাকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে
৪১) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থার নাম কি?
= TCS
৪২) আউটসোর্সিং কাকে বলে?
= কোন একটি সংস্থা যখন বাইরের অন্য কোন সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয়, তখন তাকে আউটসোর্সিং বলে
৪৩) ভারতের একটি রেল গাড়ির চাকা নির্মাণ কেন্দ্রের নাম লেখ
= কর্নাটকের বেঙ্গালুরু
৪৪) ভারতের কয়েকটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখ
= অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম, কেরালার কোচি, পশ্চিমবঙ্গের গার্ডেনরিচ
৪৫) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি?
= কেরালার কোচিতে অবস্থিত কোচিন শিপইয়ার্ড লিমিটেড
৪৬) ভারতের কয়েকটি বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম লেখ
= কলকাতা, মুম্বাই (ইলেকট্রিক ট্রান্সফর্মার), বেঙ্গালুরু (ইলেকট্রিক মোটর)
৪৭) Hindustan Machine Tools (HMT) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
= কর্নাটকের বেঙ্গালুরু
৮) কোন শিল্পকে উদীয়মান শিল্পবা সূর্যোদয় শিল্পবলা হয়?
= পেট্রো রাসায়নিক শিল্প
৪৯) কোন শিল্পকে আধুনিক শিল্প দানববলা হয়?
= পেট্রো রাসায়নিক শিল্প
৫০) পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কী?
= ন্যাপথা


Sunday, July 10, 2022

ভারত (India) সম্পর্কিত ছোট প্রশ্ন ও উত্তর... part- 2

 ভারত (India) সম্পর্কিত ছোট প্রশ্ন ও উত্তর


1. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?

= গুজরাটের কান্ডালা।

2. ভারতে "আশ্বিনের ঝড়" কোন ঋতুতে হয়?

= শরৎ ঋতুতে।

3. 'ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= গুজরাটের আমেদাবাদ।

4. 'উত্তর ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= উত্তর প্রদেশের  কানপুর।

5. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= তামিলনাড়ু কোয়েম্বাটুর।

6. 'পূর্ব ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= পশ্চিমবঙ্গের কলকাতা।

7. ভারতে 'পশ্চিমী ঝঞ্ঝা' কোন ঋতুতে হয়?

= শীত ঋতুতে।

8. 'উদীয়মান শিল্প' কাকে বলে?

= পেট্রোরসন শিল্পকে।

9. সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে?

= মোটর গাড়ি নির্মাণ শিল্পকে।

10. হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে কি বলে?

= ক্রেভাস।

11. 'সকল শিল্পের মেরুদন্ড' কাকে বলা হয়?

= লৌহ-ইস্পাত শিল্পকে।

12. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদের নাম কি?

= প্যাংগং।

13. এশিয়ার বৃহত্তম লেগুনের নাম কি?

= চিল্ক। 

14. ভারতের বৃহত্তম কয়াল কোনটি?

= ভেম্বানাদ কয়াল।

15. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?

= বিহার।

16. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?

= অরুণাচল প্রদেশ।

17. ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্যের নাম কি?

= কেরালা।

18. ভারতের 'কফি পাত্র' কাকে বলে?

= কর্ণাটক।

19. 'Chicken's Neck' কাকে বলে?

= শিলিগুড়ি করিডোর।

20. ভারতের 'সবুজ বিপ্লব'- এর জনক কে?

= Dr. M. S. Swaminathan.







Friday, July 8, 2022

Earth-related question-answer...

 Earth-related question-answer


1. What is the atmosphere?

= The Earth is surrounded by a layer of air called the atmosphere.

2. What is the ozone layer?

= The Earth has a protective blanket around it called the ozone layer. It is present in the atmosphere and absorbs the harmful rays of the Sun. 

3. What are oceans?

= Large bodies of saline water which cover a major portion of the Earth's surface are called oceans. There are five oceans in the world.

4. What are continents?

= Large areas of land on the Earth's surface are called continents. There are seven continents in the world.

5. What is an orbit?

= The Earth moves along a fixed path around the Sun. This fixed path is called the orbit.

6. What is the fifth largest planet in the solar system?

= The Earth is the fifth largest planet in the solar system.

7. What is the shape of the Earth?

= The shape of the Earth is spherical.

8. How many days does the Earth take to complete one rotation?

= The Earth takes 24 hours to complete one rotation.

9.  How many days does the Earth take to complete one revolution?

= The Earth takes 3651/days to complete one revolution.

10. Which gas in the atmosphere makes life possible on Earth?

= Oxygen makes life possible on Earth.

বর্জ্য ব্যাবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর/ Waste management related important questions and answers

বর্জ্য ব্যাবস্থাপনা (Waste Management) সংক্রান্ত প্রশ্ন ও উত্তর


1. তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি কী ধরনের ব্যবস্থাপনা?

= পুনর্নবীকরণ।

2. কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?

= কঠিন বর্জ্য।

3. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো।

= ডাবের খোলা।

4. কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোন্‌টি? 

= ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল।

5. কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

= অ্যারোবিক ব্যাকটেরিয়া।

6. বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়? 

= যখন তা ব্যবহার্য হয়।

7. কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প কোনটি?

= আখের ছিবড়ে।

8. ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

= 4-6 মাস।

9. বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কী? 

= শিল্পকারখানা।

10. তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ কোন্ কাজে লাগে? 

= ইট, সিমেন্ট প্রভৃতি তৈরি করতে।

11. ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কবে প্রচলিত হয়? 

= 1989 সালে।

12. বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলে? 

= ইনসিনারেশন (Incineration)।

13. একটি পারদঘটিত বর্জ্যের নাম করো। 

= ভগ্ন থার্মোমিটার।

14. কঠিন বর্জ্য পদার্থের সবথেকে বড়ো উৎস কোন্‌টি? 

= ইমারতি দ্রব্য।

15. একটিা বায়ো-মেডিকেল বর্জ্যের নাম করো। 

= ব্যবহৃত সিরিঞ্জ।

16. একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম করো।  

= DDT .

17. জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়? 

= জৈব সার।

1৪. গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে?

=  বিশ্ব উষ্ণায়ন।

19. বাতিল মোবাইল ফোন কী ধরনের বর্জ্য? 

= বৈদ্যুতিন বর্জ্য।

20. কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে? 

= কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি।

21. গোবর গ্যাস কী কাজে লাগে? 

= রান্নার কাজে।

22. মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?

= বায়োগ্যাস।

23. শুকনো ফুল কী ধরনের বর্জ্য? 

= বিষহীন বর্জ্য।

24. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কী?

= বর্জ্যের পরিমাণগত হ্রাস।

25. কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো।

= ইউরেনিয়াম।






Wednesday, July 6, 2022

Universe - related questions and answers...

Universe-related questions and answers


1. What is cosmology?

= The study of the universe is known as cosmology.

2. Which planet is known as the 'Morning and Evening Star?

= Venus is known as the 'Morning and Evening Star' as it appears bright to us from Earth.

3. What do you mean by satellites?

= Many planets in the solar system have small heavenly bodies called satellites that revolve around them.

4. What is rotation?

= The spinning of the planet on its imaginary axis is known as rotation.

5. What do you mean by revolution?

= The movement of the planet around the sun along its elliptical and fixed orbit is known as revolution.

6. Which planet is known as the 'Red Planet?

= Mars is known as the 'Red Planet. It consists of clay-rich in iron, carbon dioxide, argon, nitrogen, etc which gives Mars its red colour.

7. Which planet is the biggest planet in the solar system?

= Jupiter is the biggest planet in the solar system.

8. What is Akash Ganga?

= The Earth,  the Sun, and the rest of the solar system is a tiny part of the Milky Way Galaxy. It is known as Akash Ganga.

9. What do you know about Big Bang?

= It is believed that billions of years ago, there was a big explosion or a bang and a huge fireball was created. This incident is known as the Big Bang.

10. What is the full form of IAU?

= The full form of IAU is International Astronomical Union. IAU declared Pluto as a 'Dwarf Planet' in 2006.




Tuesday, July 5, 2022

সমুদ্র স্রোত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর/ Some important questions and answers related to ocean currents...

 সমুদ্র স্রোত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর/ Some important questions and answers related to ocean currents...

1. যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাকে কী বলে?

= বহিঃস্রোত।

2. যে স্রোত সমুদ্রের নীচের অংশ দিয়ে এগিয়ে যায় তাকে কী বলে?

= অন্তঃস্রোত।

3. সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে? 

= নিয়ত বায়ু।

4. আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম করো।

= গ্র্যান্ড ব্যাংক।

5. কোন্ গোলার্ধে জলভাগের আয়তন বেশি? 

= দক্ষিণ গোলার্ধে।

6. পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী?

= প্রশান্ত মহাসাগর।

7. কোন্ বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়?

= মৌসুমি বায়ু।

8. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী? 

= মারিয়ানা খাত।

9. স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কী বলে? 

= শৈবাল সাগর।

10. কোন্ দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে?

= মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোত।

11. সমুদ্রজলের এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকে কী বলে?

= সমুদ্রস্রোত।

12. সমুদ্রজলের একই স্থানের ওঠানামাকে কী বলে? 

= সমুদ্রতরঙ্গ।

13. সমুদ্রতরঙ্গ উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে তাকে কী বলে?

= সম্মুখ তরঙ্গ।

14. সমুদ্রের ঢেউ যখন উপকূল থেকে সমুদ্রের দিকে যায় তখন তাকে কী বলে?

= পশ্চাৎগামী তরঙ্গ।

15. পশ্চাৎগামী তরঙ্গকে আর কী নামে ভাবা হয়? 

= বিনাশকারী তরঙ্গ।

16. ছোটো ছোটো যে তরঙ্গগুলি উপকূলভাগ গঠন করে তাকে কী বলে?

= গঠনকারী তরঙ্গ।

17. ষাঁড়াষাঁড়ির বান কোন নদীতে দেখা যায়?

= হুগলি নদীতে।

18. পৃথিবীতে জল বেশি রয়েছে বলে একে কি বলে?

= নীল গ্রহ।

19. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে কি বলে?

= হিমশৈল।

20. জাপান উপকূল উষ্ণ থাকে কোন স্রোতের জন্য?

= কুরোশিয়ো স্রোতের জন্য।




Monday, July 4, 2022

ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর... / 20 Important Questions and Answers about Physical Features of India...

ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর... / 20 Important Questions and Answers about Physical Features of India...

1. "ভাঙ্গর" কাকে বলে?
= প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে "ভাঙ্গর" বলে।
2. "খাদার" কাকে বলে?
= নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে "খাদার" বলে।
3. বিশ্বের বৃহত্তম নদী - মধ্যস্থিত বদ্বীপ কোনটি?
= ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত মাজুলি।
4. "মহাকাল" পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= অমরকণ্টক।
5. "ভারতের খনিজ ভান্ডার" কাকে বলে?
= ছোটোনাগপুর মালভূমিকে।
6. ভারতের উচ্চতম হ্রদ কোনটি?
= প্যাংগং।
7. ভারতের কোন উপকূলভাগটি বেশি ভগ্ন?
= কোঙ্কন উপকূল।
8. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= কাঞ্চনজঙ্ঘা।
9. আরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= গুরুশিখর।
10. ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
= ব্যারেন।
11. ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
= আরাবল্লি।
12. কোন মাটির অপর নাম রেগুর মাটি?
= কৃষ্ণ মাটি বা কালো মাটি।
13. শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত?
= কাবেরী।
14. হিমালয় কোন শ্রেণীর পর্বত?
= নবীন ভঙ্গিল পর্বত।
15. ভারতের একটি অন্তর্বাহিনী নদী কোনটি?
= লুনি।
16. ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো?
= কৃষ্ণা নদীর বদ্বীপ।
17. "হিমালয়" কথার অর্থ কি?
= বরফের গৃহ।
18. "Sky River" কাকে বলে?
= ব্রহ্মপুত্র নদীকে।
19. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
= 28 টি। (2019 সালের পর 28 টি, আগে ছিল 29 টি)
20. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি?
= 9 টি। (2019 সালের পর 9 টি, আগে ছিল 7 টি)




ভারতে ব্যবহৃত বিভিন্ন কৃষি পদ্ধতি- Floriculture, Horticulture, Diary Farming, Truck Farming, Interculture... / Various agricultural methods used in India- Floriculture, Horticulture, Diary Farming, Truck Farming, Interculture...

ভারতে ব্যবহৃত বিভিন্ন কৃষি পদ্ধতি- Floriculture, Horticulture, Diary Farming, Truck Farming, Interculture... / Various agricultural methods used in India- Floriculture, Horticulture, Diary Farming, Truck Farming, Interculture...


1. Floriculture কি?
= বাণিজ্যনির্ভর ফুলের চাষ।
2. Horticulture কি?
= আধুনিক পদ্ধতিতে ও বৃহদায়তনে ফুল, ফল ও সবজির চাষ।
3. Viticulture কি?
= আঙুরের চাষ।
4. Market Gardening কি?
= শ্রম ও মূলধন-নির্ভর ফুল, ফল, শাকসবজির অধিক পরিমাণে উৎপাদন।
5. Monoculture কি?
= কোনো একটি একক উদ্ভিদ প্রজাতির অধিক মাত্রায় চাষ।
6. Mixed Farming কি?
= একইসঙ্গে শস্য উৎপাদন ও পশুপালন।
7. Dairy Farming কি?
= দুধ ও দুধজাত দ্রব্যাদি উৎপাদনের জন্য পশুপালন। 
8. Sericulture কি?
= রেশম উৎপাদন/চাষ।
9. Silviculture কি?
= ব্যাপকভাবে বৃক্ষরোপণ।
10. Plantation Farming কি?
= আন্তর্জাতিক চাহিদার ওপর ভিত্তি করে বাণিজ্যনির্ভর কোনো একটি বিশেষ শস্য চাষ।
11. Truck Farming কি?
= কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এরূপ কৃষিকে Truck Farming বলে।
12. Shifting Cultivation কি?
= অনুন্নত, অস্থায়ী, প্রাচীন ধরনের 'Slash and Burn’ পদ্ধতিতে কৃষিকার্য সম্পাদন করা হয়। এই ধরনের  ব্যবস্থায় প্রতি বছর একই স্থানে চাষ না করে স্থান পরিবর্তন করে চাষ করা হয়। এর ফলে অব্যবহৃত জমি পুনরায় চাষের উপযুক্ত হয়ে ওঠে।
13. Nomadic Herding কি?
= অনুন্নত, উপজাতি দ্বারা স্থানান্তর, জীবনধারণভিত্তিক পশুপালন ব্যবস্থাকে যাযাবরী পশুপালন বলে। 
14. Interculture কি?
= একই জমিতে একইসঙ্গে বিভিন্ন সারিতে দু-তিন ধরনের শস্য চাষকে ইন্টারকালচার বলে।
15. Pomam Culture কি?
= বাণিজ্যনির্ভর ফলের চাষ।
16. Olericulture কি?
= সারা বছর পাওয়া যায় এমন সবজি চাষ।






উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...