Pages

Sunday, July 10, 2022

ভারত (India) সম্পর্কিত ছোট প্রশ্ন ও উত্তর... part- 2

 ভারত (India) সম্পর্কিত ছোট প্রশ্ন ও উত্তর


1. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?

= গুজরাটের কান্ডালা।

2. ভারতে "আশ্বিনের ঝড়" কোন ঋতুতে হয়?

= শরৎ ঋতুতে।

3. 'ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= গুজরাটের আমেদাবাদ।

4. 'উত্তর ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= উত্তর প্রদেশের  কানপুর।

5. 'দক্ষিণ ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= তামিলনাড়ু কোয়েম্বাটুর।

6. 'পূর্ব ভারতের ম্যানচেস্টার' কাকে বলে?

= পশ্চিমবঙ্গের কলকাতা।

7. ভারতে 'পশ্চিমী ঝঞ্ঝা' কোন ঋতুতে হয়?

= শীত ঋতুতে।

8. 'উদীয়মান শিল্প' কাকে বলে?

= পেট্রোরসন শিল্পকে।

9. সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে?

= মোটর গাড়ি নির্মাণ শিল্পকে।

10. হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলকে কি বলে?

= ক্রেভাস।

11. 'সকল শিল্পের মেরুদন্ড' কাকে বলা হয়?

= লৌহ-ইস্পাত শিল্পকে।

12. ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদের নাম কি?

= প্যাংগং।

13. এশিয়ার বৃহত্তম লেগুনের নাম কি?

= চিল্ক। 

14. ভারতের বৃহত্তম কয়াল কোনটি?

= ভেম্বানাদ কয়াল।

15. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?

= বিহার।

16. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?

= অরুণাচল প্রদেশ।

17. ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্যের নাম কি?

= কেরালা।

18. ভারতের 'কফি পাত্র' কাকে বলে?

= কর্ণাটক।

19. 'Chicken's Neck' কাকে বলে?

= শিলিগুড়ি করিডোর।

20. ভারতের 'সবুজ বিপ্লব'- এর জনক কে?

= Dr. M. S. Swaminathan.







No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...