Pages

Thursday, March 9, 2023

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map


উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র
Satellite Image and Topographical Map



১. TCC - এর পুরো নাম কি?
= True Colour Composite।

২. FCC - এর পুরো নাম কি?
= False Colour Composite।

৩. RF -এর পুরো নাম কি?
= Representative Fraction।

৪. OSM এর পুরো নাম কি?
= Open Series Map।

৫. IRS এর পুরো নাম কি?
= Indian Remote Sensing।

৬. SOI এর পুরো নাম কি?
= Survey of India।

৭. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
= আর্যভট্ট।

৮. উপগ্রহ চিত্রে বনভূমি ও শস্যক্ষেত্র কি রঙের দেখায়?
= উজ্জ্বল লাল রঙের।

৯. উপগ্রহ চিত্রে মরুভূমি ও বালুকাময় অঞ্চল কি রঙের দেখায়?
= হলুদ রঙের।

১০. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোচ্চরেখা বা সমোন্নতিরেখা (Contour) কি রঙ দ্বারা দেখানো হয়?
= বাদামি রঙ দ্বারা।

১১. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নিত্যবহ নদী (Perennial River) কি রঙ দ্বারা দেখানো হয়?
= নীল রঙ দ্বারা।

১২. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে অনিত্যবহ নদী (Non - Perennial River) কি রঙ দ্বারা দেখানো হয়?
= কালো রঙ দ্বারা।

১৩. Swath কি?
= কোনো উপগ্রহনির্ধারিত চিত্রগ্রহণ স্থল হল ওই উপগ্রহের Swath।
১৪. Sensor কি?
= Sensor হল এক রকমের দূর সংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে।

১৫. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রকে 'Toposheet' বলে কেন?
= ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে বলে একে মানচিত্র না বলে  'Toposheet' বলা হয়।



No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...