পরিবেশের অবক্ষয় ও দূষণ... /Environmental Degradation and Pollution...
1. স্টোন ক্যানসার কাকে বলে?
= অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যানসার বলে।
= অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যানসার বলে।
2. ব্ল্যাকফুট রোগ কেন হয়?
= আর্সেনিক দূষণের জন্য।
3. ডেসিবেল বলতে কি বোঝায়?
= শব্দের তীব্রতা মাপার একককে ডেসিবেল বলে।
= শব্দের তীব্রতা মাপার একককে ডেসিবেল বলে।
4. PCB-এর পুরো কথাটি কী?
= পলিক্লোরিনেটেড বাইফিনাইল। এটি একটি বিষাক্ত যৌগ।
= পলিক্লোরিনেটেড বাইফিনাইল। এটি একটি বিষাক্ত যৌগ।
5. ক্যালডো কনভার্টার কী?
= ভাঙা লোহা, স্টিল, তামা ও ধাতব বর্জ্যের পুনর্নবীকরণের জন্য বিশেষ চুল্লি।
= ভাঙা লোহা, স্টিল, তামা ও ধাতব বর্জ্যের পুনর্নবীকরণের জন্য বিশেষ চুল্লি।
6. দুটি গ্রিন হাউস গ্যাসের নাম কী?
= কার্বন ডাইঅক্সাইড, মিথেন।
= কার্বন ডাইঅক্সাইড, মিথেন।
7. তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি কী কী ?
= জলদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বনহনন ইত্যাদি।
= জলদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বনহনন ইত্যাদি।
8. ওজোন স্তরে ক্ষয়ের জন্য বা গহ্বর সৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
= CFC বা ক্লোরোফ্লুরোকার্বন।
= CFC বা ক্লোরোফ্লুরোকার্বন।
9. ডিটারজেন্ট কোন্ ধরনের দূষণের জন্য বিশেষভাবে দায়ী?
= জলদূষণ।
= জলদূষণ।
10. সাধারণ মানুষের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ সংস্পর্শের নিরাপদ মাত্রা কত?
= প্রতি বছরে 300 মিলিরেম বা তার কম।
= প্রতি বছরে 300 মিলিরেম বা তার কম।
11. কোন্ প্রাকৃতিক পরিবেশে ইউট্রোফিকেশন ঘটে?
= জলাভূমি, জলাশয়।
= জলাভূমি, জলাশয়।
12. ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস কী?
= আর্সেনিক।
= আর্সেনিক।
13. মাছ ও মানুষের শরীরে বিষক্রিয়ার জন্য দায়ী অন্যতম ধাতুটির নাম কী?
= সিসা।
= সিসা।
14. পারদ দূষণের ফলে একটি বিপর্যয়ের নাম কী?
= মিনামাটা বিপর্যয়।
= মিনামাটা বিপর্যয়।
15. কত র্যাড (rad) মাত্রার তেজস্ক্রিয় বিকিরণে মানুষের মৃত্যু হতে পারে?
= 24 ঘণ্টার কম সময়ে দেহে 100 থেকে 200 rad তেজস্ক্রিয় বিকিরণের ফলে মানুষের মৃত্যু হয়।
= 24 ঘণ্টার কম সময়ে দেহে 100 থেকে 200 rad তেজস্ক্রিয় বিকিরণের ফলে মানুষের মৃত্যু হয়।
16. বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার একই সঙ্গে অপকারী এবং কেন?
= ওজোন গ্যাস –ভূপৃষ্ঠের কাছাকাছি ওজোনের উপস্থিতি জীবের পক্ষে অপকারী বা ক্ষতিকারক। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন গ্যাস জীবের পক্ষে মঙ্গলদায়ক।
= ওজোন গ্যাস –ভূপৃষ্ঠের কাছাকাছি ওজোনের উপস্থিতি জীবের পক্ষে অপকারী বা ক্ষতিকারক। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন গ্যাস জীবের পক্ষে মঙ্গলদায়ক।
17. বাতাসে কার্বন মনোঅক্সাইডের অন্যতম উৎস কী?
= কয়লা, পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন।
= কয়লা, পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন।
18. প্রধান বায়ুদূষকগুলি কী কী?
= সালফারের অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন]
= সালফারের অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন]
19. দূষক কাকে বলে?
= প্রকৃতি বা মানুষের তৈরি কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরে মন্দ প্রভাব ফেলে।
= প্রকৃতি বা মানুষের তৈরি কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরে মন্দ প্রভাব ফেলে।
20. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কী কী প্রধান দূষক তৈরি হয়?
= কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
= কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
21. দাবানলের ফলে কী কী প্রধান দূষক তৈরি হয়?
= কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
= কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড।
22. কৃষিকার্যের ফলে কী কী প্রধান দূষক তৈরি হয়?
= সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, অ্যারোসল।
= সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, অ্যারোসল।
23. PAN-এর পুরো কথাটি কী?
= পারঅক্সিঅ্যাসিটিল নাইট্রেট।
= পারঅক্সিঅ্যাসিটিল নাইট্রেট।
24. রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD কাকে বলে?
= জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায়, তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD (Chemical Oxygen Demand) বলে।
= জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায়, তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD (Chemical Oxygen Demand) বলে।
25. ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO পানীয় জলে আর্সেনিকের কতটা উর্ধ্বসীমা ধার্য করেছে?
= প্রতিলিটার জলে 0.01 মিলিগ্রাম।
= প্রতিলিটার জলে 0.01 মিলিগ্রাম।
26. বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলে?
= কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে পারিপার্শ্বিক বায়ুতে যে পরিমাণ দূষিত পদার্থ বা দূষক থাকলেও মানুষের শরীর ও বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না, তাকে বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে।
= কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে পারিপার্শ্বিক বায়ুতে যে পরিমাণ দূষিত পদার্থ বা দূষক থাকলেও মানুষের শরীর ও বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না, তাকে বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে।
27. পাইরলিসিস কী?
= অক্সিজেনের অনুপস্থিতিতে অতি উচ্চ তাপমাত্রায় (300° সে.-এর বেশি) জৈব বর্জ্যপদার্থের বিয়োজন ও অপসারণ।
= অক্সিজেনের অনুপস্থিতিতে অতি উচ্চ তাপমাত্রায় (300° সে.-এর বেশি) জৈব বর্জ্যপদার্থের বিয়োজন ও অপসারণ।
28. বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি অ্যাসিডবৃষ্টির প্রধান কারণ?
= সালফার ডাইঅক্সাইড (SO2)।
= সালফার ডাইঅক্সাইড (SO2)।
29. কোন্ দূষণের ফলে হাতে ও পায়ের নখে মিজ রেখা বা ছোপ ছোপ দাগ দেখা যায়?
= আর্সেনিক।
= আর্সেনিক।
30. উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ-এর প্রধান উৎস কী?
= তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহন।
= তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহন।
31. নন-পয়েন্ট পলিউসন বা অ-বিন্দু দূষণ কী?
= নন-পয়েন্ট পলিউসন (Non-point Pollution) বলতে দূষণের অনির্দিষ্ট উৎসকে বোঝায়। অর্থাৎ যখন দূষণ হচ্ছে বোঝা যায় কিন্তু কোথা থেকে দূষণ হচ্ছে, তেমন কোনো নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করা যায় না। যেমন কৃষিজমিতে কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষণ, গৃহস্থালির আবর্জনা থেকে কঠিন বর্জ্যদূষণ ইত্যাদি।
= নন-পয়েন্ট পলিউসন (Non-point Pollution) বলতে দূষণের অনির্দিষ্ট উৎসকে বোঝায়। অর্থাৎ যখন দূষণ হচ্ছে বোঝা যায় কিন্তু কোথা থেকে দূষণ হচ্ছে, তেমন কোনো নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করা যায় না। যেমন কৃষিজমিতে কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষণ, গৃহস্থালির আবর্জনা থেকে কঠিন বর্জ্যদূষণ ইত্যাদি।
32. পয়েন্ট পলিউসন বা বিন্দু দূষণ কী?
= পয়েন্ট পলিউসন (Point Pollution) বলতে দূষণের কোনো নির্দিষ্ট উৎসকে বোঝায় যেখানে দূষণের অবস্থা চোখে দেখা যায় ও দূষণের পরিমাপ করা যায়। যেমন বায়ুদূষণ বা জলদূষণকারী কোনো নির্দিষ্ট কারখানার অবস্থান।
= পয়েন্ট পলিউসন (Point Pollution) বলতে দূষণের কোনো নির্দিষ্ট উৎসকে বোঝায় যেখানে দূষণের অবস্থা চোখে দেখা যায় ও দূষণের পরিমাপ করা যায়। যেমন বায়ুদূষণ বা জলদূষণকারী কোনো নির্দিষ্ট কারখানার অবস্থান।
33. ভূগর্ভস্থ জলের অত্যধিক উত্তোলনের ফলে কী ধরনের জলদূষণ হতে পারে?
= জলে আর্সেনিক দূষণ হতে পারে।
= জলে আর্সেনিক দূষণ হতে পারে।
34. ইটাই-ইটাই বা আউচ-আউচ রোগের কারণ কী?
= ক্যাডমিয়াম দূষণ।
= ক্যাডমিয়াম দূষণ।
35. ধোঁয়াশা কোন্ গ্যাস থেকে উৎপন্ন হয়?
= সালফার ডাইঅক্সাইড।
= সালফার ডাইঅক্সাইড।
No comments:
Post a Comment