পরিবেশ সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্ন.../ Some brief questions about the environment...
= প্রচুর বৃষ্টিপাত, পাহাড়ি ঢালে অবাধে গাছ কেটে ফেলা।
2. পশ্চিমবঙ্গের কোথায় ধস নামার ঘটনা বেশি ঘটে?
= দার্জিলিং।
3. পি-তরঙ্গের (P Wave) গড় গতিবেগ কত?
= প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার।
4. এস-তরঙ্গের (S Wave) গড় গতিবেগ কত?
= প্রতি সেকেন্ডে 3.5 কিলোমিটার।
5. মার্কালি স্কেল ও রিখটার স্কেল কোন্ কাজে লাগে?
= ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য।
6. লাভ তরঙ্গ কী?
= লাভ তরঙ্গ হল ভূপৃষ্ঠে প্রবাহিত পাশাপাশিভাবে ঢেউ খেলানো এক ধরনের ভূকম্পীয় তরঙ্গ।
7. পৃথিবীর কতগুলি দেশে বর্তমানে মরুভূমির এলাকা বেড়ে চলেছে?
= 100 টি দেশ।
8. প্রতি বছর কতটা জমি মরুভূমির সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে?
= গড়ে 2 লক্ষ বর্গ কিলোমিটার।
9. ড্রেজিং কথাটির অর্থ কী?
= নদীর গভীরতা রক্ষা করার জন্য নদীর তলা থেকে যন্ত্রের সাহায্যে পলি কাটার পদ্ধতিকে ড্রেজিং বলে।
10. সোয়াশ কাকে বলে?
= উপকূলের ওপরে ঢেউ আছড়ে পড়ার পরে উপকূলের দিকে অগ্রসর হওয়া সম্মুখবর্তী স্রোতকে সোয়াশ বলে।
11. পশ্চিমবঙ্গের কোথায় উপকূলের ভাঙন বেশি হয়?
= দিঘার উপকূল, হুগলি নদীর মোহনা, গঙ্গা-ব্রহ্মপুত্রের ব-দ্বীপ।
12. সাম্প্রতিককালে গুজরাটে ভূমিকম্প কবে হয়েছে?
= 26 জানুয়ারি 2001।
13. খরা ও অনাবৃষ্টির মধ্যে তফাত কী?
= বার্ষিক গড় বৃষ্টিপাতের 75% কম বৃষ্টিপাত হলে খরা হয়। অন্যদিকে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাব হল অনাবৃষ্টি।
14. মৃত্তিকাক্ষয় বা ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি কী কী?
= অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা, বায়ুপ্রবাহজনিত ক্ষয়, ধস ইত্যাদি।
15. ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চিনের একটি করে বন্যাপ্রবণ নদীর উদাহরণ দাও।
= (A) ভারত —গঙ্গা-ব্রহ্মপুত্র; (B) বাংলাদেশ—পদ্মা; (C) পাকিস্তান—সিন্ধু; (D) চিন – হোয়াং হো।
16. ওড়িশায় সুপার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় কবে হয়েছিল?
= 1999 সালে।
17. বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে PMR কী?
= P হল Preparation অর্থাৎ প্রস্তুতিকরণ, M হল Mitigation বা প্রশাসন এবং R হল Recovery বা পুনরুদ্ধার।
18. বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে CBM এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী?
= Community Based Mitigation.
19. ভূমিকম্পের দুটি কারণ কি?
= চলমান পাতের জন্য, অগ্ন্যুৎপাতের জন্য।
20. ভূমিকম্পের কোন্ তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী?
= পি-তরঙ্গ (P Wave)।
21. ভূমিকম্পের কোন্ তরঙ্গটি সবচেয়ে দুর্বল?
= এস-তরঙ্গ (S Wave)।
22. ভূমিকম্প মাপার জন্য কোন্ যন্ত্র ব্যবহার করা হয়?
= সিসমোগ্রাফ।
23. মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল কোন্ কাজে লাগে?
= ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য।
24. ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ কি?
= খুব খাড়াই ঢাল, বনভূমির বিলোপ।
25. আঁধি কী?
= উত্তর-পশ্চিম ভারতের ধূলিঝড়।
= মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়।
27. এল নিনো কী?
= দুই থেকে সাত বছর অন্তর ডিসেম্বর মাস নাগাদ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরুর উপকূলে সৃষ্ট উষ্ণ সমুদ্রস্রোত।
28. সাদার্ন অসিলেশন বা দক্ষিণ দোলন কী?
= দক্ষিণ গোলার্ধে এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে তাপ ও চাপের অস্বাভাবিক পরিবর্তন।
29. GPS এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী?
= Global Positioning System.
30. CAZRI এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী?
= Central Arid Zone Research Institute. এটি অবস্থিত রাজস্থানের যোধপুরে।
31. GIS এই সংক্ষিপ্ত নামটির পূর্ণনাম কী?
= Geographical Information System.
32. কৃত্রিম উপগ্রহ মারফত পর্যবেক্ষণের ক্ষেত্রে RS-এর অর্থ কী?
= Remote Sensing.
33. পশ্চিমবঙ্গের চারটি আবহাওয়াগত দুর্যোগ কী?
= বন্যা, খরা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি।
34. ভারতের কোন্ অঞ্চলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি?
= ভারতের পূর্ব উপকূল।
35. হিমালয় অঞ্চল কোন্ কোন্ দুর্যোগের জন্য পরিচিত?
= ধস, বন্যা, হড়পা বান, ভূমিকম্প।
36. ভারতে সাম্প্রতিক অতীতে কোন্ সালে সুনামির বিপর্যয় ঘটেছিল?
= 2004 সালে (26 ডিসেম্বর)।
37. আয়লা, ফাইলিন, হুদহুদ কী জন্য পরিচিত?
=এরা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়।
38. সিয়াচেন অঞ্চলে কোন্ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বেশি?
= হিমানী সম্প্রপাত।
39. বিপর্যয় মোকাবিলার জন্য মানুষের প্রতিরোধ ক্ষমতাকে ইংরেজি কোন্ শব্দে প্রকাশ করা হয়?
= রেজিলিয়েন্স (Resilience).
40. ভারতে জাতীয় স্তরে বিপর্যয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নাম কী?
= National Disaster Management Authority.
41. ভারতে জাতীয় স্তরে বিপর্যয় মোকাবিলার জন্য ত্রাণ ও উদ্ধারে অংশ নেওয়ার উদ্দেশ্যে কোন্ সংগঠন গড়ে তোলা হয়েছে?
= National Disaster Response Force.
42. Asian Disaster Preparedness Centre কবে ও কোথায় গড়ে তোলা হয়?
= 1986 সালে ব্যাংকক, থাইল্যান্ড।
43. ভারতে কোন্ সংস্থা ভূমিকম্পের ব্যাপারে নজর রাখে?
= India Meterological Department.
44. বিপর্যয় মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠানটির নাম কী?
= United Nations Disaster Relief Organization.
45. UNDRO-এর পুরোনাম কী?
= United Nations Disaster Rehabilitation Organization.
46. সারা পৃথিবীতে প্রতি বছর ভূমিক্ষয়ের জন্য গড়ে কত মাটি নষ্ট হয় ?
= প্রায় 7700 কোটি টন।
47. চিপকো আন্দোলন কোন্ সালে ভারতের কোন্ রাজ্যে ঘটেছে?
= প্রধানত 1973 সালে উত্তরাখণ্ড রাজ্যে নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন হয়েছে।
48. আপ্পিকো আন্দোলন ভারতের কোন্ অংশে ও কোন্ রাজ্যে ঘটেছে?
= দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে।
49. সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন ঘটেছে?
= কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সাইলেন্ট ভ্যালি নামক উপত্যকায় স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংস করে ও মানুষকে বাস্তুচ্যুত করে জলবিদ্যুৎ কেন্দ্ৰ স্থাপনের বিরুদ্ধে আন্দোলন ঘটেছিল।
50. নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কী?
= নর্মদা নদীতে দুটি বড়ো বাঁধ এবং অনেকগুলি জলাধার নির্মাণের পরিবেশগত ক্ষতি, আদিবাসী মানুষের জীবিকা ও সম্পত্তির হানি, জীববৈচিত্র্য ও অরণ্যের বিনাশ ও মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার অভাবের বিরুদ্ধে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে উঠেছিল।
No comments:
Post a Comment