ভারতে ব্যবহৃত বিভিন্ন কৃষি পদ্ধতি- Floriculture, Horticulture, Diary Farming, Truck Farming, Interculture... / Various agricultural methods used in India- Floriculture, Horticulture, Diary Farming, Truck Farming, Interculture...
1. Floriculture কি?
= বাণিজ্যনির্ভর ফুলের চাষ।
2. Horticulture কি?
= আধুনিক পদ্ধতিতে ও বৃহদায়তনে ফুল, ফল ও সবজির চাষ।
3. Viticulture কি?
= আঙুরের চাষ।
4. Market Gardening কি?
= শ্রম ও মূলধন-নির্ভর ফুল, ফল, শাকসবজির অধিক পরিমাণে উৎপাদন।
5. Monoculture কি?
= কোনো একটি একক উদ্ভিদ প্রজাতির অধিক মাত্রায় চাষ।
6. Mixed Farming কি?
= একইসঙ্গে শস্য উৎপাদন ও পশুপালন।
7. Dairy Farming কি?
= দুধ ও দুধজাত দ্রব্যাদি উৎপাদনের জন্য পশুপালন।
8. Sericulture কি?
= রেশম উৎপাদন/চাষ।
9. Silviculture কি?
= ব্যাপকভাবে বৃক্ষরোপণ।
10. Plantation Farming কি?
= আন্তর্জাতিক চাহিদার ওপর ভিত্তি করে বাণিজ্যনির্ভর কোনো একটি বিশেষ শস্য চাষ।
11. Truck Farming কি?
= কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এরূপ কৃষিকে Truck Farming বলে।
12. Shifting Cultivation কি?
= অনুন্নত, অস্থায়ী, প্রাচীন ধরনের 'Slash and Burn’ পদ্ধতিতে কৃষিকার্য সম্পাদন করা হয়। এই ধরনের ব্যবস্থায় প্রতি বছর একই স্থানে চাষ না করে স্থান পরিবর্তন করে চাষ করা হয়। এর ফলে অব্যবহৃত জমি পুনরায় চাষের উপযুক্ত হয়ে ওঠে।
13. Nomadic Herding কি?
= অনুন্নত, উপজাতি দ্বারা স্থানান্তর, জীবনধারণভিত্তিক পশুপালন ব্যবস্থাকে যাযাবরী পশুপালন বলে।
14. Interculture কি?
= একই জমিতে একইসঙ্গে বিভিন্ন সারিতে দু-তিন ধরনের শস্য চাষকে ইন্টারকালচার বলে।
15. Pomam Culture কি?
= বাণিজ্যনির্ভর ফলের চাষ।
16. Olericulture কি?
= সারা বছর পাওয়া যায় এমন সবজি চাষ।
No comments:
Post a Comment