Pages

Friday, July 15, 2022

মাধ্যমিক ভূগোলের 'ভারতের শিল্প' (Indian Industry) অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর... Part- 1

'ভারতের শিল্প' (Indian Industry)


১) স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কবে গৃহীত হয়?
= 1948 খ্রীঃ
২) ভারতের কয়েকটি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর শিল্পের নাম লেখ
= লৌহ ও ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, চিনি শিল্প
) ভারতের কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ
= কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প
) কয়েকটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নাম লেখ।
= কার্পাস, পাট, পশম ইত্যাদি।
) বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্য সূচক কত?
= 1
৬) ভারতের কয়েকটি প্রাণিজ ভিত্তিক শিল্পের নাম লেখ
= পশম বয়ন শিল্প, ডেয়ারি শিল্প, মাংস প্রক্রিয়াকরণ শিল্প
৭) ভারতের কয়েকটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখ?
= কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প, কুটির শিল্প
৮) কোন শিল্পকে সকল শিল্পের স্তম্ভ বা মূল’ (Backbone of industry) বলা হয়?
= লৌহ ইস্পাত শিল্পকে
) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়?
= বর্ধমানের কুলটিতে, 1874 সালে
০) লৌহ ও ইস্পাত শিল্প খনিজ দ্রব্য উৎপাদক অঞ্চলে গড়ে ওঠে কেন?
= লৌহ ও ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামাল তথা খনিজ পদার্থগুলি অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হওয়ায় লৌহ ইস্পাত শিল্প খনিজ দ্রব্য উৎপাদক অঞ্চল গড়ে ওঠে
১) শিল্প কাকে বলে?
= প্রকৃতিতে প্রাপ্ত বস্তুসমূহকে যখন যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করা হয়, তখন তাকে শিল্প বলে
) বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলতে কী বোঝো?
= যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হবার পর শিল্পজাত দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের থেকে শিল্পজাত দ্রব্যের ওজন  বিশেষ কমে যায় না, তাদের বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলে
১৩) অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্য সূচক কত?
= 1 এর বেশী
১৪) বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর শিল্পগুলিকে কি বলা হয়?
= শেকড় আলগা শিল্প
১৫) জামশেদপুরে কবে এবং কার উদ্যোগে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়?
= জামসেদজী টাটার উদ্যোগে, 1907 খ্রিস্টাব্দে
১৬) ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত কারখানাটির নাম কি?
=  Tata Iron and Steel Company (TISCO).
১৭) ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন নদীর সংযোগস্থলে অবস্থিত?
উঃ সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থল
১৮) ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি?
= ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত টাটা স্টিল লিমিটেড
) জামশেদপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে
= রানীগঞ্জ ও ঝড়িয়া খনি থেকে
২০) জামশেদপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি বহির্বাণিজ্যের জন্য কোন কোন বন্দর ব্যবহার করে?
= পারাদ্বীপ বন্দর, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর
২১) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) কোথায় অবস্থিত?
= পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর
২২) পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত?
= দামোদর নদ
২৩) কোন দেশের সহায়তায় দূর্গাপুর স্টিল প্লান্ট গড়ে উঠেছে?
= ব্রিটিশ যুক্তরাজ্য(ইস্কন কোম্পানী)
২৪) ‘ভারতের রূঢ়কাকে বলা হয়?
= দুর্গাপুর কে
২৫) ভারতের কোথায় ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণের কারখানা আছে?
= উত্তরপ্রদেশের বারানসি
২৬) জেসপ অ্যান্ড কোম্পানি কোথায় অবস্থিত?
= পশ্চিমবঙ্গের দমদম
২৭) ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (BHEL) কোথায় অবস্থিত?
= মধ্যপ্রদেশের ভোপাল
২৮) দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে?
= রানীগঞ্জ ও ঝড়িয়া কয়লা খনি থেকে
২৯) দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন স্থান থেকে ডলোমাইট পেয়ে থাকে?
= উড়িষ্যার সুন্দরগড়
০) কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর ব্যারেজের জল ব্যবহার করে?
= পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
৩১) ট্রাক্টর উৎপাদনে বর্তমানে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
= ভারত
) এশিয়ার চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার কোন দেশে অবস্থিত?
= ভারতে
৩৩) ভারতের কোথায় রয়্যাল এনফিল্ড গাড়ি নির্মাণের কারখানা আছে?
= চেন্নাই
৩৪) ভারতের কোথায় প্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র স্থাপিত হয়?
= পশ্চিমবঙ্গের হুগলি জেলার হিন্দমোটরে (হিন্দুস্থান মোটরস লিমিটেড)
) ভারতের কোথায় BMW মোটর গাড়ি নির্মাণের কারখানা আছে?
= চেন্নাই
) তথ্যপ্রযুক্তি শিল্পের মূল উপকরণ কি?
= মানুষের মেধা
) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম কি?
= কর্নাটকের বেঙ্গালুরু
) ‘ভারতের সিলিকন ভ্যালি’ (Silicon Valley of India) কাকে বলা হয়?
= কর্ণাটকের বেঙ্গালুরু
৩৯) ভারতের একটি হাইটেক সিটির নাম লেখ?
= হায়দ্রাবাদ
৪০) তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কী বোঝো?
= কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা, জলবায়ু বিশ্লেষণ ও ব্যবসায়িক প্রয়োজনে করা হয়, তখন তাকে তথ্যপ্রযুক্তি শিল্প বলে
৪১) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থার নাম কি?
= TCS
৪২) আউটসোর্সিং কাকে বলে?
= কোন একটি সংস্থা যখন বাইরের অন্য কোন সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয়, তখন তাকে আউটসোর্সিং বলে
৪৩) ভারতের একটি রেল গাড়ির চাকা নির্মাণ কেন্দ্রের নাম লেখ
= কর্নাটকের বেঙ্গালুরু
৪৪) ভারতের কয়েকটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখ
= অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম, কেরালার কোচি, পশ্চিমবঙ্গের গার্ডেনরিচ
৪৫) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি?
= কেরালার কোচিতে অবস্থিত কোচিন শিপইয়ার্ড লিমিটেড
৪৬) ভারতের কয়েকটি বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম লেখ
= কলকাতা, মুম্বাই (ইলেকট্রিক ট্রান্সফর্মার), বেঙ্গালুরু (ইলেকট্রিক মোটর)
৪৭) Hindustan Machine Tools (HMT) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
= কর্নাটকের বেঙ্গালুরু
৮) কোন শিল্পকে উদীয়মান শিল্পবা সূর্যোদয় শিল্পবলা হয়?
= পেট্রো রাসায়নিক শিল্প
৪৯) কোন শিল্পকে আধুনিক শিল্প দানববলা হয়?
= পেট্রো রাসায়নিক শিল্প
৫০) পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কী?
= ন্যাপথা


No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...