Pages

Sunday, July 17, 2022

মাধ্যমিক ভূগোলের 'ভারতের শিল্প' (Indian Industry) অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪০ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর... Part- 2

'ভারতের শিল্প' (Indian Industry) 


কোন বৃহৎ শিল্পের চারপাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে কি বলে?

অনুসারী শিল্প।

২) প্রধানত কোন কোন শিল্পের চারপাশে অনুসারী শিল্প গড়ে উঠতে দেখা যায়?

পেট্রো রাসায়নিক শিল্প ও মোটর গাড়ি নির্মাণ শিল্প

৩) ভারতের কোথায় প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছিল?

= মহারাষ্ট্রের ট্রম্বেতে (1966 খ্রিস্টাব্দে)

৪) ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

= গুজরাটের জামনগর

৫) পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে?

= পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়

৬) কোন সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে?

= হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড

৭) "বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যাল" কোথায় অবস্থিত?

উঃ অসমে

৮) বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংযোজনের মাধ্যমে যানবাহন নির্মাণ করাকে কী বলে?

= অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প

৯) কোন শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয়?

= অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প

০) মোটর গাড়ি নির্মাণ শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয় কেন?

= বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংযোজনের মাধ্যমে গড়ে ওঠে বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয়

১) কোন শিল্পকে 'শিল্পের শিল্প' বলা হয়?

= মোটর গাড়ি নির্মাণ শিল্প

২) ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

= হরিয়ানার গুরগাঁও

১৩) মারুতি উদ্যোগ লিমিটেড কোথায় অবস্থিত?

= হরিয়ানার গুরগাঁও

৪) 'ভারতের ডেট্রয়েট' কাকে বলা হয়?

= চেন্নাই

৫) ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থাটির নাম কি?

= টাটা মোটরস লিমিটেড

৬) টাটা মোটরস লিমিটেড কোথায় অবস্থিত?

= জামশেদপুর

১৭) ভিলাই স্টিল প্লান্ট কোন নদীর জল ব্যবহার করে?

= মহানদী

১৮) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন রাজ্যে অবস্থিত?

= উড়িষ্যা

১৯) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে?

= জার্মানি।

২০) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে?

= ঝরিয়া ও গিরিডি

২১) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি বহির্বাণিজ্যের জন্য কোন কোন বন্দর ব্যবহার করে?

= পারাদ্বীপ ও বিশাখাপত্তনম।

২২) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?

= অন্ধ্রপ্রদেশের বালাচেরেভুতে

২৩) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট বহিঃবাণিজ্যের জন্য কোন বন্দর ব্যবহার করে?

= বিশাখাপত্তনম বন্দর

২৪) ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন অঞ্চলে অবস্থিত?

= পূর্ব-মধ্য ভারতে

২৫) লৌহ ইস্পাত উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?

= দ্বিতীয় স্থান (চীনের পর)

২৬) ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি?

= SAIL (Steel Authority of India Limited).

২৭) SAIL কবে স্থাপিত হয়?

= 1954 খ্রিস্টাব্দে

২৮) SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

= নিউ দিল্লি

২৯) ভারতের কয়েকটি সংকর ইস্পাত কেন্দ্রের নাম লেখ

= দুর্গাপুর, সালেম ও ভদ্রাবতী

৩০) বোকারো স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?

= ঝাড়খণ্ডের বোকারো তে

৩১) ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?

= কার্পাস বয়ন শিল্প

৩২) ভারতের প্রথম কাপড় কল কোথায় এবং কবে স্থাপিত হয়?

= হাওড়া জেলার ঘুষুড়িতে, 1818 খ্রিঃ

৩৩) ভারতের একটি শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্পের নাম লেখ

= কার্পাস বয়ন শিল্প

৩৪) ভারতের কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন ঘটেছে?

= পশ্চিমাঞ্চলে

৩৫) ‘ভারতের ম্যানচেস্টারকাকে বলা হয়?

= আমেদাবাদ

৩৬) ‘উত্তর ভারতের ম্যানচেস্টারকাকে বলা হয়?

= কানপুর

৩৭) ‘দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকাকে বলা হয়?

= কোয়েম্বাটুর

৩৮) ‘ভারতের ল্যাঙ্কাশয়ারকাকে বলা হয়?

= মুম্বাই

৩৯) ‘Cotton Polis of India’ কাকে বলা হয়?

= মুম্বাই

৪০) জেসপ অ্যান্ড কোম্পানি কোথায় অবস্থিত?

= পশ্চিমবঙ্গের দমদম
 

No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...