'ভারতের শিল্প' (Indian Industry)
= অনুসারী শিল্প।
২) প্রধানত কোন কোন শিল্পের চারপাশে অনুসারী শিল্প গড়ে উঠতে দেখা যায়?
= পেট্রো রাসায়নিক শিল্প ও মোটর গাড়ি নির্মাণ শিল্প।
৩) ভারতের কোথায় প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছিল?
= মহারাষ্ট্রের ট্রম্বেতে (1966 খ্রিস্টাব্দে)।
৪) ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
= গুজরাটের জামনগর।
৫) পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে?
= পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়।
৬) কোন সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে?
= হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড।
৭) "বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যাল" কোথায় অবস্থিত?
উঃ অসমে।
৮) বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংযোজনের মাধ্যমে যানবাহন নির্মাণ করাকে কী বলে?
= অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প।
৯) কোন শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয়?
= অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প।
১০) মোটর গাড়ি নির্মাণ শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয় কেন?
= বিভিন্ন যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ সংযোজনের মাধ্যমে গড়ে ওঠে বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে 'সংযোজন ভিত্তিক শিল্প' বলা হয়।
১১) কোন শিল্পকে 'শিল্পের শিল্প' বলা হয়?
= মোটর গাড়ি নির্মাণ শিল্প।
১২) ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
= হরিয়ানার গুরগাঁও।
১৩) মারুতি উদ্যোগ লিমিটেড কোথায় অবস্থিত?
= হরিয়ানার গুরগাঁও।
১৪) 'ভারতের ডেট্রয়েট' কাকে বলা হয়?
= চেন্নাই।
১৫) ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থাটির নাম কি?
= টাটা মোটরস লিমিটেড।
১৬) টাটা মোটরস লিমিটেড কোথায় অবস্থিত?
= জামশেদপুর।
১৭) ভিলাই স্টিল প্লান্ট কোন নদীর জল ব্যবহার করে?
= মহানদী।
১৮) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন রাজ্যে অবস্থিত?
= উড়িষ্যা।
১৯) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে?
= জার্মানি।
২০) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন স্থান থেকে কয়লা পেয়ে থাকে?
= ঝরিয়া ও গিরিডি।
২১) রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি বহির্বাণিজ্যের জন্য কোন কোন বন্দর ব্যবহার করে?
= পারাদ্বীপ ও বিশাখাপত্তনম।
২২) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?
= অন্ধ্রপ্রদেশের বালাচেরেভুতে।
২৩) বিশাখাপত্তনম স্টিল প্লান্ট বহিঃবাণিজ্যের জন্য কোন বন্দর ব্যবহার করে?
= বিশাখাপত্তনম বন্দর।
২৪) ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন অঞ্চলে অবস্থিত?
= পূর্ব-মধ্য ভারতে।
২৫) লৌহ ইস্পাত উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?
= দ্বিতীয় স্থান (চীনের পর)
২৬) ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি?
= SAIL (Steel Authority of India Limited).
২৭) SAIL কবে স্থাপিত হয়?
= 1954 খ্রিস্টাব্দে।
২৮) SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
= নিউ দিল্লি।
২৯) ভারতের কয়েকটি সংকর ইস্পাত কেন্দ্রের নাম লেখ।
= দুর্গাপুর, সালেম ও ভদ্রাবতী।
৩০) বোকারো স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?
= ঝাড়খণ্ডের বোকারো তে।
৩১) ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?
= কার্পাস বয়ন শিল্প।
৩২) ভারতের প্রথম কাপড় কল কোথায় এবং কবে স্থাপিত হয়?
= হাওড়া জেলার ঘুষুড়িতে, 1818 খ্রিঃ।
৩৩) ভারতের একটি শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্পের নাম লেখ।
= কার্পাস বয়ন শিল্প।
৩৪) ভারতের কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন ঘটেছে?
= পশ্চিমাঞ্চলে।
৩৫) ‘ভারতের ম্যানচেস্টার’ কাকে বলা হয়?
= আমেদাবাদ।
৩৬) ‘উত্তর ভারতের ম্যানচেস্টার’ কাকে বলা হয়?
= কানপুর।
৩৭) ‘দক্ষিণ ভারতের ম্যানচেস্টার’ কাকে বলা হয়?
= কোয়েম্বাটুর।
৩৮) ‘ভারতের ল্যাঙ্কাশয়ার’ কাকে বলা হয়?
= মুম্বাই।
৩৯) ‘Cotton Polis of India’ কাকে বলা হয়?
= মুম্বাই।
৪০) জেসপ অ্যান্ড কোম্পানি কোথায় অবস্থিত?
= পশ্চিমবঙ্গের দমদম।
No comments:
Post a Comment