Pages

Sunday, July 3, 2022

ভারত সম্পর্কিত ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর....বিভাগ - ১/ 25 Important Questions and Answers about India....Part - 1

ভারত সম্পর্কিত ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর....বিভাগ - ১/ 25 Important Questions and Answers about India....Part - 1

১. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?

= ৮২°৩০' পূর্ব। 

2. কোন স্থানের সময়কে ভারতীয় প্রমাণ সময় (IST) হিসেবে ধরা হয়?

= এলাহাবাদ।

৩. আয়তন অনুসারে, পৃথিবীতে ভারতের স্থান কত?

= সপ্তম।

৪. ভারতের উত্তরতম স্থলবিন্দু কোনটি?

= ইন্দিরা কল।

৫. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?

= ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট।

৬. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?

= কন্যাকুমারিকা।

৭. ভারতের মূল ভূখণ্ডের পূর্বতম স্থলবিন্দু কোনটি?

= অরুণাচল প্রদেশের কিবিথু।

৮. ভারতের মূল ভূখণ্ডের পশ্চিমতম স্থলবিন্দু কোনটি?

= গুজরাটের গুহার মোতি বা গুহার মোটার।

৯. কোন শহর "গোলাপি শহর" নামে পরিচিত?

= জয়পুর।

১০. "কমলালেবুর শহর" কাকে বলা হয়?

= নাগপুরকে।

১১. পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে?

= ভারতে।

১২. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?

= গুজরাত।

১৩. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতীয় রাজ্য কোনটি?

= অন্ধ্রপ্রদেশ।

১৪. ১০° চ্যানেল ভারতের কোন অংশগুলোকে বিভক্ত করেছে?

= আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে।

১৫. ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়?

= লাক্ষাদ্বীপে।

১৬. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?

= বিহার (১১০২ জন/বর্গ কিমি)।

১৭. ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি?

= ISRO (Indian Space Research Organisation)।

১৮. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

= আমেদাবাদকে।

১৯. ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য কত?

= ৫ ঘণ্টা ৩০ মিনিট।

২০. ভারতের রাজ্য পুনর্গঠনকালে কোন বিষয়টি অধিক গুরুত্ব পেয়েছে?

= ভাষা।

২১. কোন প্রণালীটি ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছেদ করেছে?

= পক্ প্রণালী।

২২. নাগাল্যান্ডের রাজধানীর নাম কি?

= কোহিমা।

২৩. ভারতের কোন শহর "বিজ্ঞান নগরী" নামে খ্যাত?

= বেঙ্গালুরু।

২৪. ৮° চ্যানেল ভারতের কোন অংশগুলোকে বিভক্ত করেছে?

= মিনিকয় ও মালদ্বীপকে।

২৫. ৯° চ্যানেল ভারতের কোন অংশগুলোকে বিভক্ত করেছে?

= লক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে। 




No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...