Pages

Tuesday, July 5, 2022

সমুদ্র স্রোত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর/ Some important questions and answers related to ocean currents...

 সমুদ্র স্রোত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর/ Some important questions and answers related to ocean currents...

1. যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাকে কী বলে?

= বহিঃস্রোত।

2. যে স্রোত সমুদ্রের নীচের অংশ দিয়ে এগিয়ে যায় তাকে কী বলে?

= অন্তঃস্রোত।

3. সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে? 

= নিয়ত বায়ু।

4. আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম করো।

= গ্র্যান্ড ব্যাংক।

5. কোন্ গোলার্ধে জলভাগের আয়তন বেশি? 

= দক্ষিণ গোলার্ধে।

6. পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী?

= প্রশান্ত মহাসাগর।

7. কোন্ বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়?

= মৌসুমি বায়ু।

8. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী? 

= মারিয়ানা খাত।

9. স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কী বলে? 

= শৈবাল সাগর।

10. কোন্ দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে?

= মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোত।

11. সমুদ্রজলের এক জায়গা থেকে অন্য জায়গায় চলনকে কী বলে?

= সমুদ্রস্রোত।

12. সমুদ্রজলের একই স্থানের ওঠানামাকে কী বলে? 

= সমুদ্রতরঙ্গ।

13. সমুদ্রতরঙ্গ উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে তাকে কী বলে?

= সম্মুখ তরঙ্গ।

14. সমুদ্রের ঢেউ যখন উপকূল থেকে সমুদ্রের দিকে যায় তখন তাকে কী বলে?

= পশ্চাৎগামী তরঙ্গ।

15. পশ্চাৎগামী তরঙ্গকে আর কী নামে ভাবা হয়? 

= বিনাশকারী তরঙ্গ।

16. ছোটো ছোটো যে তরঙ্গগুলি উপকূলভাগ গঠন করে তাকে কী বলে?

= গঠনকারী তরঙ্গ।

17. ষাঁড়াষাঁড়ির বান কোন নদীতে দেখা যায়?

= হুগলি নদীতে।

18. পৃথিবীতে জল বেশি রয়েছে বলে একে কি বলে?

= নীল গ্রহ।

19. সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে কি বলে?

= হিমশৈল।

20. জাপান উপকূল উষ্ণ থাকে কোন স্রোতের জন্য?

= কুরোশিয়ো স্রোতের জন্য।




No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...