Pages

Monday, July 4, 2022

ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর... / 20 Important Questions and Answers about Physical Features of India...

ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর... / 20 Important Questions and Answers about Physical Features of India...

1. "ভাঙ্গর" কাকে বলে?
= প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে "ভাঙ্গর" বলে।
2. "খাদার" কাকে বলে?
= নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে "খাদার" বলে।
3. বিশ্বের বৃহত্তম নদী - মধ্যস্থিত বদ্বীপ কোনটি?
= ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত মাজুলি।
4. "মহাকাল" পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= অমরকণ্টক।
5. "ভারতের খনিজ ভান্ডার" কাকে বলে?
= ছোটোনাগপুর মালভূমিকে।
6. ভারতের উচ্চতম হ্রদ কোনটি?
= প্যাংগং।
7. ভারতের কোন উপকূলভাগটি বেশি ভগ্ন?
= কোঙ্কন উপকূল।
8. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= কাঞ্চনজঙ্ঘা।
9. আরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
= গুরুশিখর।
10. ভারতের সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
= ব্যারেন।
11. ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
= আরাবল্লি।
12. কোন মাটির অপর নাম রেগুর মাটি?
= কৃষ্ণ মাটি বা কালো মাটি।
13. শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত?
= কাবেরী।
14. হিমালয় কোন শ্রেণীর পর্বত?
= নবীন ভঙ্গিল পর্বত।
15. ভারতের একটি অন্তর্বাহিনী নদী কোনটি?
= লুনি।
16. ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো?
= কৃষ্ণা নদীর বদ্বীপ।
17. "হিমালয়" কথার অর্থ কি?
= বরফের গৃহ।
18. "Sky River" কাকে বলে?
= ব্রহ্মপুত্র নদীকে।
19. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
= 28 টি। (2019 সালের পর 28 টি, আগে ছিল 29 টি)
20. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি?
= 9 টি। (2019 সালের পর 9 টি, আগে ছিল 7 টি)




No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...