Pages

Friday, July 8, 2022

বর্জ্য ব্যাবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর/ Waste management related important questions and answers

বর্জ্য ব্যাবস্থাপনা (Waste Management) সংক্রান্ত প্রশ্ন ও উত্তর


1. তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়, এটি কী ধরনের ব্যবস্থাপনা?

= পুনর্নবীকরণ।

2. কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?

= কঠিন বর্জ্য।

3. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো।

= ডাবের খোলা।

4. কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোন্‌টি? 

= ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল।

5. কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?

= অ্যারোবিক ব্যাকটেরিয়া।

6. বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়? 

= যখন তা ব্যবহার্য হয়।

7. কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প কোনটি?

= আখের ছিবড়ে।

8. ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

= 4-6 মাস।

9. বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কী? 

= শিল্পকারখানা।

10. তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ কোন্ কাজে লাগে? 

= ইট, সিমেন্ট প্রভৃতি তৈরি করতে।

11. ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কবে প্রচলিত হয়? 

= 1989 সালে।

12. বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলে? 

= ইনসিনারেশন (Incineration)।

13. একটি পারদঘটিত বর্জ্যের নাম করো। 

= ভগ্ন থার্মোমিটার।

14. কঠিন বর্জ্য পদার্থের সবথেকে বড়ো উৎস কোন্‌টি? 

= ইমারতি দ্রব্য।

15. একটিা বায়ো-মেডিকেল বর্জ্যের নাম করো। 

= ব্যবহৃত সিরিঞ্জ।

16. একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম করো।  

= DDT .

17. জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়? 

= জৈব সার।

1৪. গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে?

=  বিশ্ব উষ্ণায়ন।

19. বাতিল মোবাইল ফোন কী ধরনের বর্জ্য? 

= বৈদ্যুতিন বর্জ্য।

20. কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে? 

= কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি।

21. গোবর গ্যাস কী কাজে লাগে? 

= রান্নার কাজে।

22. মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?

= বায়োগ্যাস।

23. শুকনো ফুল কী ধরনের বর্জ্য? 

= বিষহীন বর্জ্য।

24. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কী?

= বর্জ্যের পরিমাণগত হ্রাস।

25. কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো।

= ইউরেনিয়াম।






No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...