বহির্জাত প্রক্রিয়া সংক্রান্ত ছোটো প্রশ্ন... / Short questions about the external process...
= এককথায় হিমবাহ হলো বরফের নদী।
২. "লোয়েস" কথাটির অর্থ কি?
= স্থানচ্যুত বস্তু।
৩. আদর্শ নদী কাকে বলে?
= যে নদীতে উচ্চ, মধ্য ও নিম্ন - তিনটি গতিই লক্ষ করা যায়, তাকে বলে আদর্শ নদী।
৪. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
= সিয়াচেন, এটি কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত।
৫. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
= K2 বা গডউইন অস্টিন, এটি কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত।
৬. দোয়াব কি?
= দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে দোয়াব বলে।
৭. ড্রামলিন দেখতে কিরূপ হয়?
= আধখানা ডিম বা উল্টানো নৌকার মতো।
৮. নদীপ্রবাহ পরিমাপের একক কী?
= কিউসেক বা কিউমেক।
৯. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
= নীল।
১০. জলপ্রপাতের নীচের গর্তের নাম কি?
= Plunge Pool বা প্রপাতকুপ।
১১. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
= যোগ জলপ্রপাত (অনেকের মতে কুঞ্জিকল জলপ্রপাত)।
১২. ফানেল আকৃতির নদীর মোহনাকে কি বলে?
= খাড়ি।
১৩. সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে কী বলে?
= হিমশৈল।
১৪. বরফহীন পর্বত শিখরকে কি বলে?
= নুনাটকস।
১৫. মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত?
= নেপালে।
১৬. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলিকে কি বলে?
= ধ্রিয়ান।
১৭. মরুস্থলি কথার অর্থ কি?
= মৃতের দেশ।
১৮. শিলাময় মরুভূমিকে কি বলে?
= হামাদা।
১৯. কোন কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?
= উপকূল ও মরু অঞ্চলে।
২০. অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অন্য নাম কি?
= সিফ বালিয়াড়ি।
No comments:
Post a Comment