Pages

Sunday, August 14, 2022

দেশান্তর বা প্রচরণ বা পরিব্রাজন বা মাইগ্রেসন (Migration) // Transhumance


দেশান্তর বা প্রচরণ বা পরিব্রাজন বা মাইগ্রেসন (Migration)




■ দেশান্তর বা পরিব্রাজন বা মাইগ্রেসন কী?

দেশান্তর বা পরিব্রাজন বা মাইগ্রেসন (migration) হল কোনো জায়গায় বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে আসা ও যাওয়ার প্রক্রিয়া। দেশান্তরের আরও একটি বাংলা প্রতিশব্দ হল “প্রচরণ”।

জনবসতির ভিত্তিতে দেশান্তর বা মাইগ্রেসন কয়প্রকার?

- জনবসতির ভিত্তিতে দেশান্তর বা মাইগ্রেসন বা পরিব্রাজন চার ধরনের, যেমন – (1) গ্রাম থেকে শহরে, (2) গ্রাম থেকে গ্রামে, (3) শহর থেকে গ্রামে ও (4) শহর থেকে শহরে।

ভৌগোলিক সীমানার ভিত্তিতে প্রচরণ বা দেশান্তর বা মাইগ্রেসন কয় ধরনের?

ভৌগোলিক সীমানার ভিত্তিতে দেশান্তর বা মাইগ্রেসন দুধরনের, যেমন— (1) অন্তর্দেশীয় প্রচরণ বা আন্তঃরাজ্য প্রচরণ (Internal migration) এবং (2) আন্তর্জাতিক প্রচরণ (International migration)। 

অভিবাসন বা ইমিগ্রেসন কী?

কোনো বিদেশি নাগরিক বা নাগরিকবৃন্দ যখন কোনো একটি দেশে বসবাস করার উদ্দেশ্যে চলে আসেন, তখন সেই দেশের সাপেক্ষে অন্তর্মুখী পরিব্রাজনকে অভিবাসন বা ইমিগ্রেসন (Immigration) বলে। 

প্রবাসন বা এমিগ্রেসন কী?

কোনো দেশের কিছু নাগরিক যখন অন্য কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে চলে যান, তখন এই বহির্মুখী পরিব্রাজনকে প্রবাসন বা এমিগ্রেসন (Emigration) বলে।

কী কারণে প্রচরণ বা মাইগ্রেসন ঘটে?

বিভিন্ন আর্থ-সামাজিক ও রাজনৈতিক কারণে প্রচরণ বা মাইগ্রেসন ঘটে, যেমন— (1) যেখানে আয়ের সুযোগ বেশি, কাজের পরিবেশ ভালো, মানুষ সেখানে চলে যেতে চায়। (2) বিবাহের কারণে সাধারণত মেয়েরা শ্বশুরবাড়ি চলে যায়। (3) উচ্চশিক্ষার জন্য বহু ছেলেমেয়ে বড়ো শহরে বা বিদেশে পাড়ি দেয়। (4) দাঙ্গা, দেশভাগ, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতির কারণে প্রচুর মানুষ দেশত্যাগ করতে বাধ্য হয়।

 “ব্রেন ড্রেন” কী?

উন্নতিশীল দেশের মেধাবী মানুষ, বিজ্ঞানী, চিকিৎসক, প্রযুক্তিবিদ প্রভৃতি দক্ষ মানুষ যখন উন্নত দেশগুলিতে কাজের উপযুক্ত পরিবেশ ও স্বচ্ছল জীবনযাপনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন, তখন উন্নতিশীল দেশের সাপেক্ষে এই বহির্মুখী দেশান্তর হল “ব্রেন ড্রেন” (Brain drain)। ভারতে ব্রেন-ড্রেন এর সমস্যা আছে। 

“ব্রেন গেন” কী?

উন্নত দেশগুলিতে কাজের উপযুক্ত পরিবেশ ও স্বচ্ছল জীবনযাপনের উদ্দেশ্যে যখন উন্নতিশীল দেশের মেধাবী মানুষ, দক্ষ বিজ্ঞানী, চিকিৎসক, প্রযুক্তিবিদ চলে আসেন, তখন উন্নতদেশের সাপেক্ষে এই অন্তর্মুখী প্রচরণকে “ব্রেন গেন” (Brain gain) বলে। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স প্রভৃতি দেশে ব্রেন গেন ঘটে। 

“ট্রান্সহিউম্যান্স” কী?

পশুপালক যাযাবরী মানুষদের গোরু, ভেড়া, ইয়াক প্রভৃতি পশুর পালসহ শীতকালে পাহাড়ের নীচে নেমে আসা এবং গ্রীষ্মের শুরুতে পশুচারণের উদ্দেশ্যে পাহাড়ের ওপরের দিকে অবস্থিত তৃণভূমিতে উঠে যাওয়ার এই ঋতুভিত্তিক পরিব্রাজনকে “ট্রান্সহিউম্যান্স” (Transhumance) বলে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লে-লাদাখ অঞ্চলের বহু পশুপালক মানুষ ট্রান্সহিউম্যান্‌স-এ অংশ নেয়।




No comments:

Post a Comment

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/ Satellite Image and Topographical Map

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র Satellite Image and Topographical Map ১. TCC - এর পুরো নাম কি? = True Colour Composite। ২. FCC - এ...